মাকে নিয়ে কবিতা 2024 সালে সেরা ৫ টি কবিতা

মাকে নিয়ে কবিতা

মাকে নিয়ে কবিতা বা গল্পের অভাব নেই। হাজার হাজার লেখক পাঠক নিয়মিত লিখছেন। কেউ হয়তো এটি একটি বই বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন। যেগুলো অনেক বেশি সুন্দর। মাকে নিয়ে কবিতা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক।মাকে নিয়ে কবিতা মায়ের ভালোবাসা শুধু মানুষের জীবনে নয় সর্বত্রই দেখা যায়। একজন মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না।

মাকে নিয়ে লেখা হয়তো শেষ হবে না। মাকে নিয়ে কবিতা শব্দটি ছোট হতে পারে, কিন্তু এর গভীরতা অকল্পনীয়। প্রতিটি শিশুর উচিত মাকে শ্রদ্ধা ও ভালোবাসা। যা তারা বৃদ্ধ বয়সে বঞ্চিত। হরে সমাজ, যে মা তোমায় পিঠে করে মানুষ করেছেন, সেই মাকে তুমি এত অবহেলিত!

মাকে নিয়ে কবিতা 10টি সংকলিত ও প্রকাশিত হয়েছে। মাকে নিয়ে কবিতা জন্ম নেয় অন্যরকম ভালোবাসা, আমাদের চিরকুটে সাহিত্য প্লাটফর্ম ফেসবুক গ্রুপে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে আমরা মা ও পরিবার নিয়ে সেরা লেখাগুলো নির্বাচন করি। এটা করার কারণ হল, মিথ্যা আবেগ দিয়ে মাকে নিয়ে কবিতা লেখা যায়, কিন্তু মিথ্যা আবেগ প্রকাশ করা মিথ্যা বলার সমান।

মা


লিখেছেন রাহমা জাকিয়া


মা ডাক খুব মিষ্টি
স্বাদে মন ভরে যায়,
আপনি বিনে একা
হৃদয় কাঁদে।

মা শব্দটা খুবই ছোট
অতুলনীয়
তোমার হাসি দেখতে ভালো লাগে
জীবন চলে।

মাগো তুমি ছিঁড়ে আঁধার
যদি দেখাও আলোর পথ
সত্য ছাড়া মিথ্যা বলবেন না
আপনি যে শপথ

মাগো তুমি আঁধার রাত
আলোয় ভরা পৃথিবী,
আমি তোমাকে এখনো বলিনি
বাসি ভীষণ ভালো।

আপনি আমার প্রথম শিক্ষক
তুমি আমার ভাষা
আমি এটা আপনার উপর খুঁজে পেয়েছি
জীবনের দিক।

তুমি আমার রাতের পরে
ফিরে এসো শুভ সকাল,
তুমি আমাকে জাগালে
মিষ্টি পাখির ডাক।

মাগো তুমি হাসো কাঁদো
তুমিই আমার সব
তুমি আমার সুখ দুঃখ
শান্তি এবং সুখ..

তুমি আমার জীবন
শক্তি সাহসকে অনুপ্রাণিত করে
তুমি আমার পথ
মহত্ত্বের সাদৃশ্য..

মাগো দিলাম
কত আঘাত?
তুমি সব কষ্ট সহ্য কর
প্রতিবাদ করিনি।

মাগোর মুখে যখন কষ্ট
আপনার বাহুতে রাখুন
আমি যেন শান্তি পাই
সব কষ্ট ভুলে যায়..

মা শব্দের মধ্যে পাই পাই
মায়া হলো করুণার স্বাদ
তুমি আমার পৃথিবীতে
অনেক বড় জান্নাত।

রহমা জাকিয়ার ‘মা’ কবিতাটি নীল আকাশের নীলিমার যৌথ সংকলন থেকে সংকলিত।

জননী


কলমে ইফফাত আরা পিরোজী
ঝরা পাপড়িতে জন্ম নিয়েছি
এ নয় আমার দুঃখ!
তাই বলে ধাতৃমাতার কষ্ট
এ নয় আমার প্রাপ্য।
বহুকাল বয়ে গেলো মাগো
যত্নে গড়া ভালোবাসায়,
আজ জানতে শিখেছি
বুঝি তোমার কষ্ট।
কতকাল অসুখে ছিলে মাগো
ঝড়েছে চোখের পানি,
সুখ বীজ ছুঁতে হয়েছো সংসারী
কেটেছে সময় খানি।
সে যে তোমার ঘরে বিপন্নকারী
আল্লাহর কাছে প্রার্থনা অবিরত,
সুখেই দিন কাটে যেন মাগো
সুখ পানির মতো।

মা


কলমে এস এ.বিথী রহমান
সবার সেরা যে জন আমার
সে জন আমার মা,
সকল মা সেরা যিনি
তিনিই আমার প্রান প্রিয় মা।

মা’র যখন পরশ পেয়ে ছিলাম
তখন ধন্য ছিলাম আমি,
হাজার দুঃখ কষ্ট পেলে
ভুলে যেতাম আমি
তোমার আঁচলের ছায়া পেলে।
কত দিন তোমায় পায়নি ভবে
দেখতে মা প্রিয় মুখ খানি।

মা তোমায় ভালোবাসি
তুমি আমার জীবনে সেরা,
এই ভুবনে হয়না মা গো
তোমার তুলনা।

প্রসূতি


কলমে নীলয় আহম্মেদ
মায়ের কারণে পিয়েছি
এই ভুবনে জন্ম।
মা-হীনতায় হারিয়ে যাবে
ভালোবাসার ভুবন।

মায়ের লালন পালনে
দিয়েছে এমন গঠন,
তাই আজও বেঁচে আছি
আমার মায়ের রতন।

মা আমার গল্পকার,
মা আমার কবি,
যার কণ্ঠে আমি
কাটিয়েছি অসংখ্য নিশি।

গা গরম হলো
প্রচন্ড জ্বরের আর্বিভাব,
এমন সময় মায়েই
আপনজন।

মাথায় জলপটি মা ছাড়া
থাকে না দিবার কেউ।
মা আমার অনুপেরণা,
মায়েই আমার সুখের দুঃখের বন্ধু।

মা-এ আমার সফলতার চাবি,
যেই চাবি খুলবে আমার
জান্নাতের ঢাবি।

ভালোবাসি মাকে আমি
কলমে সানজিদা আক্তার নূরি


ভালোবাসি মাকে আমি
মায়ের স্বপ্নের দেশ,
ভালোবাসি মাকে আমি
তাই তো আছি বেশ।

ভালোবাসি মাকে আমি
মায়ের ছোট্ট কোল,
ভালোবাসি মায়ের ঢেউ খেলানো
ছোট্র বেলার দোল।

ভালোবাসি মায়ের খুব সকালে
খুখু মণির সুর,
ভালোবাসি মাকে নিয়ে
যাবো অনেক দূর।

ভালোবাসি মাকে আমি
সকাল, সন্ধ্যা, রাতে
ভালোবেসে মাকে আমি
রাখবো নিজের সাথে।

মায়াবতী মা
কলমে রাফিয়া নিসা


দশ মাস দশ দিন সহিয়া আমার জালা ,
এনেছো আমায় ধরনিতে তুমি করিয়া অন্তর কালা।
ধরণী সমাজ সবার কাছে খারাপ যখন আমি,
তোমার কাছে আমি তখন হীরার চেয়েও দামি।
বদলে যায় পৃথিবী দেখো স্বার্থের টানে পড়ে,
ভালোবাসা তবু হয় না ছিন্ন মায়ের সন্তানের তরে।
স্বর্গাদপি গিরীয়সী তোমার প্লাবিত ভালবাসায় ,
মা ডাকলে স্বর্গীয় পূণ্যে ভরে হৃদয় অমিয় সুধায়।
ছোট্ট একটি শব্দ যে মা মায়ার বাঁধন ঘেরা,
মাধুর্য আর উদারতায় আমার মাই সেরা।
অকৃত্রিম স্নেহ আদর নিঃস্বার্থ ভালোবাসা,
তোমার তুলনা তুমি মাগো নেইতো অঢেল আশা।

মা


লিখেছেন সোহাইব আল রাফি
অনন্ত সুখের হৃদয়ে,
শত শত ঘণ্টার তীব্র যন্ত্রণা!
নিশিথিনী জনহিতৈষী
যে আমাকে আহর দেখায়।
যখন অন্ধকার ভেদ করে ভোর হয়
ঠাণ্ডা হাওয়া বয়ে যায় ধরায়,
তখন আমার জন্ম
জনম দুঃখিনী প্রিয় মায়ের কোলে।
সেদিন আমি পঙ্গু হয়ে বোবা হয়েছিলাম!
আমার প্রতি তার ভালবাসা অবিরাম
আজ আমি কথা বলছি
মা! আমি তোমাকে ভালোবাসি

মা


কলমে রাফিয়া নিসা
তুমি প্রথম স্পর্শ
প্রথম শব্দ তুমি
প্রথম বাক্যটি আপনি
প্রথম তোমাকে ভালোবাসি

তোমার কোলে মাথা
আমার উপর রাখুন
মাগো তুমি সবচেয়ে বড় আবেগ।

আমার সারা শরীরে
শুধু তোমার মায়া
মাগো তুমি আমার জীবন
সবচেয়ে বড় সুখের ছায়া।

আরো পড়ুনঃ Redmi Note 10 ফোনের সম্পূর্ণ বাংলা রিভিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *