হ্যালো প্রিয় ভিজিটর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে রকেট একাউন্ট খোলার নিয়ম এই বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।
রকেট কি?
২০১১ সালে যাত্রা শুরু করে রকেট নামক এই মোবাইল ব্যাংকিং। এই রকেট কে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর পথপ্রদর্শক বললেই চলে। কেননা এটিই বাংলাদেশের সর্ব প্রথম মোবাইল ব্যাংকিং। ২০১১ সালের দিকে ডাচ্ বাংলা ব্যাংক গ্রাহক দের কে মোবাইল ব্যাংকিং এর সুবিধা দিতে মোবাইল ব্যাংকিং বানিয়ে ফেলে যা রকেট নামে পরিচিত।
রকেট একাউন্ট খোলার উপায়
আপনারা চাইলে একটি নয় বরং তিনটি উপায়ে রকেট একাউন্ট খুলতে পারবেন। যেমনঃ ঘরে বসে এপ দিয়ে, কোড ডায়াল করে, এজেন্টের কাছে গিয়ে। আমরা এই পোস্ট এ ৩ টি উপায় নিয়েই কথা বলবো। তো চলুন প্রথমেই দেখে নেই যে কোড ডায়াল করে কিভাবে রকেট একাউন্ট খোলা যায়।
কোড দিয়ে রকেট অ্যাকাউন্ট খোলার উপায়
কোড ডায়াল করে রকেট একাউন্ট খোলা অনেক টা ই সোজা আবার বেশ ঝামেলা এর। এটা বলার কারণ নিচের অংশ টু কু পড়লেই বুঝতে পারবেন। কোড দিয়ে মোবাইল একাউন্ট খোলার জন্য নিম্নের বলা উপায় গুলো অনুসরণ করুণ,,
১. প্রথমে নিজের ফোনের ডায়াল প্যাডে *৩২২# লিখে যে সিম এ রকেট একাউন্ট খুলবেন সেই সিম দিয়ে কল দিন।
২. এবার আপনার ফোনে পপ আপ মেসেজ আসবে। সেখানে আপনাকে ৪ ডিজিটের একটি পিন দিতে বলবে। সেটা দিয়ে দিবেন।
৩. এবার আবারো আগের মতো আসবে, এখানে আগের মতো সেম ৪ ডিজিটের পিন দিন। ভুলেই ২ টি পিন ভিন্ন ভিন্ন দিবেন না।
উপরের বলা নিয়ম সঠিক ভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার রকেট একাউন্ট খোলা হয়ে যাবে৷ তো এখন ই কিন্তু এই উপায়ে একাউন্ট খোলা সম্পূর্ণ হয় নি। আপনার একাউন্ট খোলা হয়েছে কিন্তু ভেরিফাই হয়নি৷ ভেরিফাই করার জন্য আপনার নিকটস্থ যে কোনো রকেট এজেন্টের কাছে যেতে হবে কিছু কাগজ নিয়ে। কী কী কাজগ লাগবে তা নিচে বলা হলোঃ
১. আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. এন আই ডি কার্ডের ফটোকপি।
এগুলো নিয়ে এজেন্ট এর কাছে গেলে তারা আপনাকে একটি ফর্ম দিবে সেটা ফিল আপ করে দিবেন৷ এর পর আপনাকে স্বাক্ষর এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই কাজ গুলো হয়ে যাওয়ার ৪-৫ কর্ম দিবসের মধ্য আপনার একাউন্ট একটিভ হয়ে যাবে। হয়ে গেলে আপনি যে নাম্বারে এই রকেট খুলেছেন সেই নাম্বারে কনফার্ম মেসেজ আসবে।
এপ দিয়ে রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম
কোড দিয়ে কেন রকেট একাউন্ট খোলা ঝামেলা সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন? তো এর জন্য অনেকে কোড দিয়ে রকেট একাউন্ট খুলতে চান না। তো যাদের কাছে উপরের বিষয় টি ঝামেলা এর লেগেছে তারা এবার এই নিয়ম টি ফলো করতে পারেন। এই উপায়ে রকেট একাউন্ট ঘরে বসেই খোলা এবং একটিভ করা যায়।
এপ দিয়ে রকেট একাউন্ট খোলার জন্য নিম্নের বলা স্টেপ গুলো ফলো করুনঃ
১. প্রথমে ফোনের ইন্টারনেট কানেকশন অন করুন, এবার গুগল প্লে স্টোরে গিয়ে রকেট এপটি ডাউন লোড করে নিন অথবা এই লিংক এ ক্লিক করে রকেট এপ টি সংগ্রহ করে নিন।
২. এরপর আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে। আপনি নিজের পছন্দ মতো ভাষা সিলেক্ট করবেন। তবে আমার মতে ইংরেজি টা ই বেস্ট হবে। তো ইংরেজি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন।
৩. এরপর আপনাকে একটি নাম্বার দিতে বলবে। আপনি যে নাম্বারে রকেট খুলবেন সেই নাম্বার দিবেন সেখানে।
৪. এবার আপনার স্ক্রীনে আপনি এই “You are not registered to mobile banking. do you want to register?” লেখাটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে দিবেন।
৫. এবার যে সিমে একাউন্ট খুলছেন সেই সিম টি কোন কোম্পানী এর সেটা সিলেক্ট করে দিবেন।
৬. এবার আপনার দেওয়া নাম্বারে একটি কল আসবে। সেই কলে আপনাকে বলবে আপনার ৪ সংখ্যার পিন দিতে। সেটা আপনি কলে থাকা অবস্থাতেই নিজের ফোনের ডায়াল প্যাডে ৪ সংখ্যার পিন দিবেন।
৭. উল্লেখযোগ্য বিষয় হলো এই পিন টি ই পরে আপনার পাসওয়ার্ড হবে৷ তাই এটি কে সব সময় মনে রাখবেন।
৮. পিন সেট করার পর আপনার সিমে ৬ সংখ্যার একটি ওটিপি কোড আসবে। সেটা দেখে নিবেন,,
৯. এরপর আপনি রকেট এপে ফিরে গিয়ে Go to Verification Step ক্লিক করুন।
১০. এবার আপনি ৩ টি বক্স পাবেন, সেখানে আপনার মোবাইল নাম্বার, ওটিপি কোড ও পিন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিবেন।
১১. এবার আপনাকে লগ ইন করতে বলবে। তখন আপনি আপনার ফোন নাম্বার এবং পিন দিয়ে লগ ইন করে নিবেন।
আরো পড়ুনঃ নোটিশ লেখার নিয়ম 2022
রকেট একাউন্ট ভেরিফাই করার নিয়ম
তো আপনার রকেট একাউন্ট কিন্তু এপ দিয়ে খোলা হয়ে গেছে। কিন্তু এটাকে এখনো ভেরিফাই করা হয় নি। ভেরিফাই করার জন্য আমাদের নিম্নের উপায় ফলো করুনঃ
১. প্রথমে রকেট এপ এ প্রবেশ করুন তারপর UPDATE YOUR KYC লেখায় ক্লিক করুন
২. এবার আপনাকে কিছু শর্ত দিবে সেটা এগ্রি করে নিবেন। এবার নির্দেশনা পেজে নিয়ে যাবে সেখানে আপনি নেক্সট এ ক্লিক দিবেন।
৩. এবার আপনাকে আপনার এন আই ডি কার্ড এর ছবি তুলতে বলবে। প্রথমে সামনের দিকের ছবি তুলবেন।
৪. এবার পেছনের সাইডের ছবি তুলুন।
৫. এবার নেক্সট বাটনে ক্লিক করে দিন।
৬. এবার এন আই ডি কার্ড থেকে প্রাপ্ত সব তথ্য প্রদর্শিত হবেম সেটা ঠিক থাকলে নেক্সট এ ক্লিক করুন।
৭. এবার আপনার লিঙ্গ এবং বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন।
৮. নিজের ধর্ম সিলেক্ট করুন, পেশা সিলেক্ট করুন।
৯. এবার একাউন্ট সেট করতে Purpose of Education এ ক্লিক করুন।
১০. এবার আপনাকে সেলফি তুলতে বলবে। সেটা তুলে দিবে।
১১. উল্লেখ্য যে, ছবি তোলার সময় বেশ কয়েকবার চোখের পলক ফেললে করলে আপনা-আপনি ই ছবি উঠে যাবে, ছবি উঠে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিন।
উপরের সব কাজ হয়ে গেলে আপনার রকেট একাউন্ট খোলা এবং ভেরিফাই করা হয়ে যাবে। এরপর আপনি রকেট একাউন্ট এর সব সুবিধা নিতে পারবেন।
তো প্রিয় ভিজিটর আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।