নগদ একাউন্ট
হ্যালো প্রিয় ভিজিটর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে নগদ খোলার নিয়ম এই বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।
বর্তমানে টাকা সহজে লেন দেন করার জন্য আমাদের দেশে অনেক গুলো মোবাইল ব্যাংকিং চালু হয়েছে। তার মধ্য থেকে নগদ অন্যতম একটি মোবাইল ব্যাংকিং। নগদ হলো বাংলাদেশ সরকার অনুমোদিত একটি মোবাইল ব্যাংকিং সুবিধা যার মাধ্যমে আমরা খুব সহজেই টাকা লেন দেন করতে পারি।
সহজ কথায় বলতে গেলে নগদ আমাদের টাকা আদান প্রদান করার উপায়কে আরো সহজ করে দিয়েছে। তাই বর্তমানে সকলের একটি করে নগদ একাউন্ট থাকা অনেকটাই জরুরি। আবার অনেক সময় নগদ একাউন্ট থেকে অনেক ক্যাশব্যক অফার দেয় যা দিয়ে টাকা আয় করা যায়। তাই দেরি না করে বলবো আপনি এখনি একটি নগদ একাউন্ট খুলে নিন।
২০১৮ সালের নভেম্বরের দিকে এই নগদ নামক মোবাইল ব্যাংকিং এর শুরু হয়। আপনারা তো জানেন ই বিকাশ ও বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং। এটি নগদের থেকে অনেক টা আগের একটি মোবাইল ব্যাংকিং। তাও কিন্তু এই নগদ বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেছে আমাদের সকলের কাছে।
নগদ একাউন্ট চালু করতে কি কি লাগে?
নগদ খোলার জন্য কী কী লাগবে তা নির্ভর করবে আপনি কিভাবে নগদ খুলবেন তার উপর। আপনি যদি এজেন্ট এর কাছে গিয়ে নিজের নগদ একাউন্ট খুলেন তাহলে যা যা লাগবে তা এজেন্ট ই বলে দিবে।
আর যদি নিজে ঘরে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে নগদ একাউন্ট খুলতে চান তাহলে যা যা লাগবে সেটা নিচে বলে দিচ্ছিঃ
১. একটি স্মার্টফোন,
২. একটি সিম নাম্বার,
৩. এন আই ডি কার্ড,
ব্যাস এই ৩ টি জিনিস থাকলেই আপনি নিজেই নিজের নগদ খুলতে পারবেন। নিম্নে নগদ নিয়ে আরো তথ্য দেওয়া হলো।
একটা এনআইডি দিয়ে কয়টি নগদ একাউন্ট খোলা যায়?
অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে একজন ব্যক্তি কয়টি নগদ খুলতে পারে। তো এর জন্য আমি বলবো একজন ব্যক্তি চাইলে যত গুলো সম্ভব নগদ একাউন্ট খুলতে পারবে মানে আনলিমিটেড।
কিন্তু এখানে একটি কথা আছে, সেটা হলো একটি নাম্বার এবং একটি এনআইডি কার্ড দিয়ে শুধু মাত্র ১ টি নগদ একাউন্ট ই খোলা সম্ভব।
এর অর্থ দাঁড়ায় যার কাছে যত গুলো মানুষের নগদ কার্ড এবং আছে ততগুলো নগদ খোলা সম্ভব। তবে এনআইডি কার্ড থাকলেই হবে না, যার এন আইডি কার্ড তাকেও দরকার হবে।
নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট আপনি দুই ভাবে খুলতে পারবেন। যথাঃ
১. নিজে নিজে,
২. এজেন্ট এর কাছে গিয়ে,
নিজে নিজে
নিজে নিজে নগদ খুলতে আপনার কয়েকটি জিনিস এর প্রয়োজন হবে। সেগুলো উপরে বলে দিয়েছি। আর নিচে বলবো কিভাবে নিজে নিজে নিজের নগদ খুলবেন।
এজেন্ট এর কাছে গিয়ে
এজেন্ট এর কাছে গিয়ে নগদ খোলার জন্য আপনারা যা যা লাগবেঃ
১. জন্ম নিবন্ধনের ফটোকপি,
২. এন আই ডি কার্ড,
৩. পাসপোর্ট সাইজের ছবি,
এই ৩ টি জিনিস মেইন। আর কিছু লাগলে এজেন্ট রা ই বলে দিবে।
নিজে নিজে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
নগদ একাউন্ট নিজে নিজে খোলা খুব সহজ। কিভাবে নিজের নগদ নিজেই খুলবেন সে সম্পর্কে জানতে নিম্নের স্টেপ গুলো ফলো করুনঃ
1. সর্ব প্রথম আপনারা Play Store থেকে My Nagad নামক এপটি সংগ্রহ করে নিন।
2. এবার এপ এ প্রবেশ করে সেখানে বলা নির্দেশনা গুলো ফলো করুন।
3. এবার আপনাকে বলবে আপনার এন আই ডি কার্ডের ২ পাশের ছবি তুলতে সেগুলো তুলে দিবেন।
4. এবার আপনাকে আপনার একটি সেল্ফি তুলতে বলবে এন আই ডি ভেরিফাই এর জন্য।
5. এবার কিছু টার্মস এন্ড কন্ডিশন আসবে, চাইলে সেগুলো পড়ে নিবেন।
6. এবার আপনাকে আপনার ফোনের স্ক্রীনে আপনার নাম লিখতে বলবে। মানে একটি সিগনেচার দিতে বলবে। দিয়ে দিবেন।
উপরের বলা জিনিস গুলো সঠিক ভাবে মেনে চললে আপনারা নগদ একাউন্ট খুব সহজেই খোলা হয়ে যাবে।
এপ এবং এজেন্ট ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়ম
গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক তথা প্রত্যেক টি সিমেই নগদ একাউন্ট খোলার জন্য অনেক সহজ একটি উপায় রয়েছে। আপনার হাতে যদি কোনো স্মার্ট ফোন নাও থাকে শুধু মাত্র ছোট একটি বাটন ফোন ও থাকে তাও আপনি নিজের নগদ খুলতে পারবেন।
এর জন্য প্রথমে আপনারা *১৬৭# ডায়াল করুন। তার পর একটি ৪ অংকের পিন সেট করে দিন। ব্যস আপনার নগদ একাউন্ট খোলা হয়ে গেলো।
আরো পড়ুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022
নগদ একাউন্ট ব্যালন্স দেখার নিয়ম
আপনার ফোনে যদি নগদ এপ ইন্সটল না থাকে তাও আপনি খুব সহজেই নগদ একাউন্ট এর ব্যালান্স দেখতে পারবেন আপনি। এর জন্য নিম্নের বলা স্টেপ গুলো ফলো করুন,
1. ফোনের ডায়াল প্যাডে গিয়ে *১৬৭# ডায়াল করুন।
2. এবার কিছু অপশন আসবে, তখন আপনি 7 লিখে সেন্ড করবেন রিপ্লে তে।
3. এবার আবার কিছু অপশন আসবে তখন 1 লিখে সেন্ড করবেন রিপ্লে তে।
4. এবার আবার একটি অপশন আসবে সেখানে নগদ একাউন্ট এর পিন দিয়ে সেন্ড করুন।
পিন টি যদি সঠিক হয় তাহলে আপনি খুব সহজেই নিজের নগদের ব্যালান্স চেক করতে পারবেন।
আর আপনার কাছে যদি একটি নগদ এপ থাকে তাহলে নিচের উপায় অনুসরণ করে নিজের নগদ এর ব্যালন্স দেখে নিনঃ
1. নগদ এপ টি তে প্রবেশ করুন।
2. মোবাইল নাম্বার, ওটিপি ও সঠিক পিন দিয়ে একাউন্ট এ লগ ইন করুন
3. এবার আপনার এপে ভাষা বাংলা সিলেক্ট করা থাকলে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এবং ভাষা ইংরেজি সিলেক্ট করা থাকলে “Tap for Balance” নামক বাটন থাকবে। এটা তে ক্লিক করুন।
এবার আপনি আপনার নগদ এর ব্যালান্স দেখতে পারবেন।
তো প্রিয় ভিজিটর আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।