হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার করার নিয়ম ২০২২ এই বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।
জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করব
এই প্রশ্ন প্রায় অনেকের ই আছে। বিশেষ করে তারা এই প্রশ্ন করে যাদের মাঝে মাঝে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যা আছে। তো তাদের জন্য বলি, জিমেইল আমাদের অনেক উপায় দিয়ে রেখেছে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে আইডি টি রিকোভার করার জন্য। নিম্নে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে রিকোভার করার উপায় গুলো বলা হলো।
জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে রিকোভার মোট ৩ টি উপায়ে করা যায়। সেগুলো হলোঃ
১. রিকভারি ইমেইল এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড উদ্ধার,
২. মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড রিসেট,
৩. ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার।
উপরে বলা ৩ টি উপায় এর মধ্য ১ম দুইটি উপায় দিয়ে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার করতে চাইলে আপনি যে জিমেইল রিকোভার করতে চাচ্ছেন সেই জিমেইলে একটি রিকোভারী ইমেইল কিংবা আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার যুক্ত থাকতে হবে।
তাহলে আপনারা এই উপায় ব্যবহার করে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার করতে পারবেন। আর যদি নাও থাকে তাহলেও সমস্যা নেই, আমাদের ৩য় উপায় তো আছেই এই সমস্যার সমাধানের জন্য। তো চলুন সেই উপায় গুলো বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
রিকোভারী ইমেইল দিয়ে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার
আপনি যদি জিমেইল আইডি খোলার সময় কোনো রিকোভারী ইমেইল আইডি যুক্ত করে থাকেন আপনার একাউন্টে তাহলে খুব সহজেই আপনি আপনার জিমেইল আইডি এর ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকোভার করতে পারবেন। এর জন্য নিম্নে আমাদের বলা উপায় গুলো অনুসরণ করুন।
রিকোভারী ইমেইল দিয়ে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভারঃ
১. প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং জিমেইল এর লগিন পেজে চলে যান।
২. সেখানে যাওয়ার পর আপনি একটি বক্স পাবেন সেই বক্সে যে জিমেইল আইডি রিকোভার করতে চাচ্ছেন সেই জিমেইল আইডিটি লিখে দিন। তার পর নেক্সট এ ক্লিক করুন।
৩. এবার আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। সেখান থেকে আপনি পাসওয়ার্ড চাওয়ার বক্সের নিচের Forgot Password বাটন এ ক্লিক করে দিন।
৫. এবার আপনাকে একাউন্ট রিকোভারী পেজে নিয়ে যাবে।
৬. সেখানে আপনার রিকোভারী ইমেইল টা দেখাবে। সেখান থেকে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন।
৭. এবার আপনাকে একটা কোড দিতে বলবে, কোডটা পেতে আপনারা যে রিকোভারী মেইল যুক্ত করেছিলেন সেই রিকোভারী মেইলের ইনবক্সে যান। সেখানে দেখবেন জিমেইল থেকে একটি কোড দেওয়া হয়েছে। কোডটি আপনারা দিয়ে দিন।
৮. কোড ঠিক ভাবে দিলে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ পেজে নিয়ে যাবে। সেখানে আপনারা ২ টি বক্স পাবেন। সেই ২ টি বক্স এ নতুন একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। ২ বক্সে একই পাসওয়ার্ড দিবেন। তারপর সেভ এ ক্লিক করবেন।
ব্যস, এই পদ্ধতিগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তবে আপনার জিমেইল একাউন্ট টি রিকোভার হয়ে যাবে।
আরো পড়ুনঃ অনলাইন থেকে ইনকাম করার উপায় ২০২২
মোবাইল নাম্বার দিয়ে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার
জিমেইল আইডি খোলার সময় বা পড়ে যদি কোনো মোবাইল নাম্বার জিমেইল আইডিতে যুক্ত করে থাকেন আপনি তাহলে সেই ফোন নাম্বার দিয়ে খুব সহজেই আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড আপনি রিকোভার করতে পারবেন।
মোবাইল নাম্বার দিয়ে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার করতে নিচের স্টেপ গুলো ফলো করুনঃ
১. প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং জিমেইল এর লগিন পেজে চলে যান।
২. সেখানে যাওয়ার পর আপনি একটি বক্স পাবেন সেই বক্সে যে জিমেইল আইডি রিকোভার করতে চাচ্ছেন সেই জিমেইল আইডিটি লিখে দিন। তার পর নেক্সট এ ক্লিক করুন।
৩. এবার আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। সেখান থেকে আপনি পাসওয়ার্ড চাওয়ার বক্সের নিচের Forgot Password বাটন এ ক্লিক করে দিন।
৪. এবার আপনাকে একাউন্ট রিকোভারী পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি Try Another Way বাটনে ক্লিক করে দিবেন।
৫. এবার আপনার সামনে নতুন একটি পেজ আসবে। সেই পেজে আপনাদের জিমেইল আইডিতে যুক্ত করা মোবাইল নাম্বার টি দিতে বলবে।
৬. সেখান এ আগে থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। যদি না থাকে তাহলে আপনারা করে নিবেন। তারপর পাশের বক্সে জিমেইল এ যুক্ত থাকা ফোন নাম্বার দিয়ে সেন্ড এ ক্লিক করবেন।
৭. আপনার ফোনের এসএমএস এ একটি কোড আসবে।
৮. সেই কোড টি আপনার ব্রাউজারে চাওয়া বক্সে দিয়ে ভেরিফাই এ ক্লিক করে দিবেন।
৯. কোড ঠিক ভাবে দিলে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ পেজে নিয়ে যাবে। সেখানে আপনারা ২ টি বক্স পাবেন। সেই ২ টি বক্স এ নতুন একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। ২ বক্সে একই পাসওয়ার্ড দিবেন। তারপর সেভ এ ক্লিক করবেন।
ব্যস, এই পদ্ধতিগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তবে আপনার জিমেইল একাউন্ট টি রিকোভার হয়ে যাবে।
ইমেইল অথবা মোবাইল নাম্বার ছাড়াই জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার
আগে থেকে যদি জিমেইল আইডিতে কোনো ইমেইল কিংবা মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে তাহলেও আপনি আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার করতে পারবেন। তবে এই উপায় সব সময় সফল নাও হতে পারে।
এর কারণ হলো গুগল এর যদি মনে হয় এটি আপনার একাউন্ট তবেই আপনকে সেই একাউন্ট রিকোভার করতে দিবে। এর জন্য যে ফোন দিয়ে এই জিমেইল খুলেছিলেন সেই ফোন দিয়েই রিকোভার করতে গেলে সহজেই হয়ে যায়। অন্য ফোন দিয়ে করতে গেলে সমস্যা হয়।
ইমেইল কিংবা মোবাইল নাম্বার ছাড়াই জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার করতে নিচের বলা স্টেপ গুলো অনুসরণ করুনঃ
১. প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং জিমেইল এর লগিন পেজে চলে যান।
২. সেখানে যাওয়ার পর আপনি একটি বক্স পাবেন সেই বক্সে যে জিমেইল আইডি রিকোভার করতে চাচ্ছেন সেই জিমেইল আইডিটি লিখে দিন। তার পর নেক্সট এ ক্লিক করুন।
৩. এবার আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। সেখান থেকে আপনি পাসওয়ার্ড চাওয়ার বক্সের নিচের Forgot Password বাটন এ ক্লিক করে দিন।
৪. এবার আপনাকে একাউন্ট রিকোভারী পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি Try Another Way বাটনে ক্লিক করে দিবেন।
৫. সেখানে আপনাকে ইমেইল কিংবা ফোন নাম্বার দিয়ে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার করতে বলবে। তখন আপনারা I Don’t Have My Phone বাটনে ক্লিক করে দিবেন।
৬. এবার আপনাকে আপনার একটি ভ্যালিড ইমেইল এড্রেস দিতে বলবে। সেটা দিয়ে দিবেন।
৭. এবার গুগল যাচাই করে দেখবে যে সেই একাউন্ট আসলেই আপনার কি না।
৮. গুগল যদি মনে করে এই একাউন্ট টি আপনার তবে আপনাকে এই জিমেইল আইডির পাসওয়ার্ড রিকোভার করতে দিবে। আর যদি মনে করে এটি আপনার না তবে আর আইডি ফেরত পাবেন না।
তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।